আগরতলা, ১৩ ডিসেম্বর: সিপাহীজলা জেলায় বিশালগড় মহকুমায় যান দুর্ঘটনার নিয়ন্ত্রণ করার লক্ষ্যে এবার মাঠে নামলে জেলা পুলিশ প্রশাসন। শুক্রবার সকালে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বিশালগড় টাউন গার্লস দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠ থেকে এক বিশেষ র্যালি আয়োজন করা হয়েছে।
এদিন বিশালগড় থানা মূল ফটকের সামনে একাধিক বাইক চালকের মাথায় হেলমেট পরিয়ে দিলেন জেলা পুলিশ সুপার ভিজে রেড্ডি সহ মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত। প্রসঙ্গত, সিপাহীজলা জেলা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে দুর্ঘটনার মধ্যে প্রথম স্থানে রয়েছে। তাই এই যান দুর্ঘটনা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে মূলত বিশেষ র্যালি করেন পুলিশ প্রশাসন আলোচনা করেন জেলা পুলিশ সুপার ভিজে রেড্ডি, তারপর বিশালগড় অফিসটিলা নতুন টাউন হলে মূল অনুষ্ঠানে আয়োজন করা হয়।
এদিন, উপস্থিত জেলা শাসক ডাক্তার সিদ্ধার্থ শিব জাসওয়াল সহ অন্যান্যরা। দুর্ঘটনা রোধ করার লক্ষ্যে আলোচনা করেন জেলাশাসক।