লন্ডন, ১৩ ডিসেম্বর (হি.স.) : উয়েফা কনফারেন্স লিগে বৃহস্পতিবার রাতে কাজাখস্তানের ক্লাব আস্তানার বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়েছে ইংলিশ ক্লাব চেলসি। কনফারেন্স লিগে টানা পাঁচটি ম্যাচ জিতল তাঁরা।
চেলসি ১৪ মিনিটে মার্ক গুইউ চেলসিকে এগিয়ে দেয়। নেতোর পাস ডি-বক্সের ভেতরে ধরে আস্তানার দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলটি করেন এই স্প্যানিশ স্ট্রাইকার। এরপর ১৮ আত্মঘাতী গোল করে বসে আস্তানা। নেতোর শট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান আস্তানার ডিফেন্ডার আলেকজান্ডার মারোচকিন। ৩৯ মিনিটে চেলসির হয়ে ৩ গোলটি করেন রেনাতো ভিগা। ডিউশবেরি হলের কর্নার থেকে গোল করেন ভিগা। ৪৫ মিনিটে এক গোল শোধ দেয় আস্তানার মারিন তোমাসভ। ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় চেলসি।
দ্বিতীয় হাফে আক্রমণের ধারা বজায় রেখেও চেলসি গোল করতে পারেনি। শেষ পর্যন্ত ৩-১ গোলে শেষ হয় ম্যাচ। কনফারেন্স লিগে ৫ ম্যাচের সব ম্যাচে জিতে টেবিলের শীর্ষে চলে গেল চেলসি। আর ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ২৮তম স্থানে আস্তানা।