রায়পুর, ১৩ ডিসেম্বর (হি.স.): শুক্রবার পূর্ণ হলো ছত্তিশগড়ের বিষ্ণু দেও সাই-সরকারের এক বছর। সেই উপলক্ষ্যে ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে আয়োজন করা হয়েছে জনাদেশ পরব-এর। তাতে অংশগ্রহণ করতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা এদিন রায়পুরে পৌঁছন।
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে জে পি নাড্ডাকে ফুল দিয়ে স্বাগত জানান। ছত্তিশগড়ের দুই উপমুখ্যমন্ত্রী অরুণ সাই ও বিজয় শর্মা-সহ সেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শ্যাম বিহারী জয়সওয়াল, বিধায়ক রাজেশ মুনত, সুনীল সোনি এবং কিরণ দেও সিং-ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকে স্বাগত জানান।