BRAKING NEWS

সংবিধানের প্রতি বিজেপির অঙ্গীকার সম্পূর্ণ পরিষ্কার, কংগ্রেসকে বিঁধে মন্তব্য রাজনাথের

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): সংবিধানের প্রতি বিজেপির অঙ্গীকার সম্পূর্ণ পরিষ্কার। শুক্রবার লোকসভার এমনটাই বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার ৭৫-তম বার্ষিকীতে শুক্রবার লোকসভায় আলোচনায় অংশ নিয়ে রাজনাথ সিং বলেছেন, “অনেক বিরোধী নেতা সংবিধানের কপি পকেটে নিয়ে ঘুরে বেড়ান। আসলে তাঁরা ছোটবেলা থেকেই এটি শিখেছে। তাঁরা দেখেছে তাঁদের পরিবারে প্রজন্ম ধরে সংবিধান নিজেদের পকেটে রাখা হয়েছে। কিন্তু, সংবিধানের প্রতি আমাদের অঙ্গীকার সম্পূর্ণরূপে স্পষ্ট।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আরও বলেছেন, “ভারতীয় সংবিধান, সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও, নিজস্ব মৌলিক চেতনা না হারিয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আমরা সবাই সংবিধানের রক্ষক ও ব্যাখ্যাকার হিসেবে সুপ্রিম কোর্টের ভূমিকা মেনে নিই। আজ সংবিধান রক্ষার কথা হচ্ছে। এটা আমাদের সকলের কর্তব্য। কিন্তু আমাদের এটাও বুঝতে হবে কারা সংবিধানকে সম্মান করেছে আর কারা অসম্মান করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *