BRAKING NEWS

বিভিন্ন সংগঠন চট্রগাম নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া চিন্তাভাবনা করছে : নবেন্দু

আগরতলা, ৩০ নভেম্বর: বাংলাদেশে ভয়াবহ পরিস্থিতি চলছে। বিভিন্ন সংগঠন চট্রগাম নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া চিন্তাভাবনা করছে। আজ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে একথা বলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।

তিনি উদ্বেগ প্রকাশ করেন, চট্টগ্রাম কিভাবে পাকিস্তানের অংশ হয়েছে। যেখানে দেশ ভাগের সময় ৯৭ শতাংশ অমুসলিম বসবাস করতেন। বর্তমানে সেখানে অমুসলিমরাই সংখ্যাগরিষ্ট। কিন্তু এখন সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। বিভিন্ন সংগঠন চট্রগাম নিয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়া চিন্তাভাবনা করছে এবং প্রয়োজন রয়েছে বলে দাবি করেন তিনি।

এদিন তিনি বলেন, বিভিন্ন সরকারি দপ্তরে শূন্য পদ পুরণ এবং প্রয়োজন ভিত্তিক পদ সৃষ্টি করার জন্য আজ সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা:) মানিক সাহা এবং মন্ত্রিসভার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য।

এদিনের সাংবাদিক সম্মেলনে বিজেপি ত্রিপুরা প্রদেশ মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য বলেন, সরকারি চাকুরীর পাশাপাশি রাজ্যের যুবক যুবতীদের আত্মানির্ভর করে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। বিজেপি সরকার ত্রিপুরায় ক্ষমতায় আসার পর রাজ্যে পরিবর্তন হয়েছে। সরকারের এই ইতিবাচক প্রয়াসে জনগণ বিজেপি সরকারের দিকে আকৃষ্ট হচ্ছেন।

তাঁর কথায়, আগামীকাল নমো যুবা কর্মসূচির শেষ হয়েছে। যুবারা এই কর্মসূচিতে উপস্হিত লক্ষ্য করা গিয়েছে। বিগত সরকার আগরতলায় এইভাবে সাড়া জাগানো যুবা কর্মসূচি করতে পারে নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *