আগরতলা, ৩০ নভেম্বর : রাজ্যে দুই সাংবাদিক হত্যার তদন্ত দ্রুত সম্পন্ন করা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়াতে পুনরায় অভিযোগ দায়ের করেছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রণব সরকার। তার অভিযোগটি স্বত প্রণোদিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালে রাজ্যের দুইজন সাংবাদিক হত্যা মামলার বিচার প্রক্রিয়া সাত বছরও শেষ হয়নি। এ ব্যাপারে একাধিকবার জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহ থেকে শুরু করে, রাজ্যপালের কাছেও স্মারকলিপি দেওয়া হয়েছে। ত্রিপুরা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতির কাছেও চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু আসামিরা এখনো খোলা আকাশের নিচে ঘুরছে। সি বি আই এর হাতে তদন্তের দায়িত্ব দেওয়া হলেও সাত বছরও কোনো কুলকিনারা হয়নি। অবিলম্বে এ ব্যাপারে স্বত প্রণোদিত মামলা নিয়ে প্রয়োজনীয় নির্দেশ জারি করার জন্য প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার কাছে।
প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগ তারা পেয়েছে। পরবর্তী সিদ্ধান্ত শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। স্ত্রী সরকার জানিয়েছেন প্রেস কাউন্সিলের প্রয়োজনীয় নির্দেশের অপেক্ষায় রয়েছে তারা। এরপরেই পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।