BRAKING NEWS

লোকসভায় একটি রাজনৈতিক চিন্তাধারার সঙ্গে লড়াই চলছে : রাহুল গান্ধী

ওয়ানাড, ৩০ নভেম্বর (হি.স.): লোকসভায় একটি রাজনৈতিক চিন্তাধারার সঙ্গে লড়াই চলছে। শনিবার ওয়ানাডে আয়োজিত এক সভায় এমনটাই মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, “লোকসভায় আমরা একটি রাজনৈতিক চিন্তাধারার বিরুদ্ধে লড়াই করছি। আমরা অনুভূতি, ভালবাসার কথা বলছি। তারা বিদ্বেষ, বিভেদ, হিংসার কথা বলে। সংবিধান বলছে, সব মানুষকে সমানভাবে বিবেচনা করতে হবে। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আদানির সঙ্গে অন্য ভারতীয়দের থেকে আলাদা আচরণ করা হবে।”

রাহুল গান্ধী আরও বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী বলেছেন, আদানিকে আমেরিকায় অভিযুক্ত করা হয়েছে, আমেরিকায় তাকে অপরাধী বলা হয়েছে তাতে কিছু যায় আসে না। ভারতে, আমরা তাকে অভিযুক্ত করব না, তাদের হাতে পুরো সরকার আছে। তাদের হাতে মিডিয়া আছে। অর্থ, গোয়েন্দা সংস্থা, সিবিআই, ইডি, আইটি এবং আমাদের কাছে এর কিছুই নেই। আমাদের কাছে শুধু জনগণের অনুভূতি আছে। এটা আমার কাছে আশ্চর্যজনক যে, মানুষের অনুভূতি প্রতিবারই জয়ী হয়। আমি আত্মবিশ্বাসী যে আমরা বিজেপির আদর্শকে পরাজিত করব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *