আগরতলা, ৩০ নভেম্বর: সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ -এর ৬০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ আগরতলার শালবাগানে বাহিনীর ত্রিপুরা ফ্রন্টিয়ারের প্রধান কার্যালয়ের কম্পোজিট হাসপাতালে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আজ সকালে এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন মুখ্যসচিব জে কে সিনহা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আই জি প্যাটেল পীযুষ পুরুষোত্তম দাস সহ অন্যান্য আধিকারীকরা।
রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যসচিব জে কে সিনহা সংবাদমাধ্যমের কাছে বলেন, সীমান্ত প্রহরার মতো দায়িত্ব পালনসহ দেশ রক্ষায় গুরুত্বপূর্ণ কাজ করছে বিএসএফ। রক্তদানের মতো গুরুত্বপূর্ণ সামাজিক কাজেও এগিয়ে এসেছে বিএসএফ। এর জন্য তিনি বিএসএফ-কে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিএসএফ এর আই জি প্যাটেল পীযুষ পুরুষোত্তম দাস বলেন, আগামীকাল বিএসএফ- এর ৬০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ, আগরতলা, গকুলনগর, উদয়পুর, পানিসাগর ও তেলিয়ামুড়ায় একইসঙ্গে রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছে। যেখানে এক হাজারেরও বেশি বিএসএফ জওয়ান ও তাদের পরিবারের সদস্যগন রক্ত দান করবেন।
রক্তদান নিয়ে কম্পোজিট হাসপাতালের প্রধান বিএসএফ-এর ডি আই জি ডাক্তার মধুছন্দা মজুমদার বলেন, ত্রিপুরাতেও রক্তের প্রচুর চাহিদা রয়েছে। ক্যান্সার রোগী, অস্ত্রপচার, দূর্ঘটনা ইত্যাদি কারনে যে কোনও সময় রক্তের প্রয়োজন হয়। রক্তের বিকল্প নেই। রক্ত মানব দেহেই তৈরি হয়। রক্তের পৃথকীকরনের মাধ্যমে এক ইউনিট রক্ত চাহিদা অনুযায়ী তিনজন রোগীকে সরবরাহ করা সম্ভব বলে তিনি জানান। রক্তদানকে ঘিরে বিএসএফ জওয়ান ও তাদের পরিবারের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গেছে।
এদিকে, প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সকালে বিএসএফ কার্যালয় থেকে পাঁচ কিলোমিটার দীর্ঘ এক মিনি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। এই মিনি ম্যারাথন নিয়েও বিএসএফ জওয়ানদের মধ্যে উৎসাহ ছিল প্রচুর। ১৫০ জন বিএসএফ জওয়ান ম্যারাথনে অংশ নেন। নেতৃত্ব দেন বিএসএফ-এর ৮১ নাম্বার ব্যাটেলিয়নের সেকেন্ড ইন কমান্ড রাকেশ কুমার লাঙ্গে।
এদিকে, সীমান্ত রক্ষী বাহিনী (বিএস এফ) এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ উত্তর জেলার পানিসাগরে বিএসএফ-এর সেক্টর হেড কোয়ার্টারে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরে ১৩৮ জন জওয়ান ও আধিকারিক স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে সেক্টর হেডকোয়ার্টার প্রধান ডিআইজি মুরারি প্রসাদ সিং, কমান্ডেন্ট মনিশ রঞ্জন কমান্ডেন্ট অতুল সাইনি, এইচ এন পান্ডে মহম্মদ ফায়াজউদ্দীন আহমেদ সহ অন্যান্য আধিকারীকরা। রক্তদাতাদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ডিআইজি মুরারি প্রসাদ সিং। তিনি বলেন, সীমান্ত রক্ষার কর্তব্যের সাথে সাথে সীমান্ত রক্ষী বাহিনী সামাজিক কাজেও সমানভাবে এগিয়ে আসে। বিএসএফ- এর পক্ষ থেকে এই সংবাদ জানানো হয়।