BRAKING NEWS

রাজ্যে উন্নয়নের স্বার্থে পুরোনো রাজভবনের পাঁচতারা হোটেল নির্মাণের চিন্তা ভাবনা চলছে

আগরতলা, ৩০ নভেম্বর : পুরোনো রাজভবনে পাঁচতারা হোটেল নির্মাণ হলে রাজ্যের উন্নয়ন হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

সম্প্রতি রাজ্য সরকার মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য মিউজিয়াম এন্ড কালচারাল সেন্টারকে তাজ হোটেল গ্ৰুপের হাতে তুলে দেবে বলে রাজ্য দরকার চিন্তা ভাবনা করছে। একটি পাঁচতারা হোটেল বানানোর জন্য এই উদ্যোগ বলে জানা গেছে।

প্রসঙ্গত, পুস্পবন্ত প্রাসাদ রাজ্যের এমন একটি প্রাচীন ঐতিহ্য যা জাতি জনজাতিদের মিলনায়তন ও রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠান হিসেবেও পরিচিত। হোটেল তৈরির বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে রাজ্যের একাংশ জনগণের মধ্যে এ নিয়ে এক বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

আজ ওই বিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, দেশের অন্যান্য রাজ্যের মতো রাজন্য আমলের স্মৃতি না ভেঙ্গে বরং নতুন করে নবকলেবরে ঠিকঠাক করে যদি হোটেল নির্মান করা হয়, তবে এই সিদ্ধান্তকে স্বাগত জানানো উচিত।

তিনি আরো বলেন, এই ধরনের উদ্যোগে বাধা না দিয়ে এক্ষেত্রে সহযোগিতা করা উচিত। কারণ এতে দেশ বিদেশের লোকজন রাজ্যে আসবে যা রাজ্যের জন্য আরো ভালো বলে প্রমাণিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *