গুয়াহাটি, ২৯ নভেম্বর : রিজার্ভ ব্যাঙ্কের ৯০ বছর পূর্তি উপলক্ষ্য উদযাপনের অংশ হিসাবে স্নাতকস্তরের শিক্ষার্থীদের জন্য আরবিআই ৯০ শীর্ষক কুাইজ অনুষ্ঠান দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। এরই অঙ্গ হিসেবে, আসাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, নিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং ত্রিপুরার রাজ্য স্তরের বিজয়ীরা আজ গুয়াহাটিতে অনুষ্ঠিত উত্তর-পূর্ব অঞ্চলের আঞ্চলিক রাউন্ডে উৎসাহের সাথে অংশ গ্রহণ করে। গুয়াহাটির হোটেল রেডিসন ব্লু-তে আরবিআই ৯০ ক্যুইজের তৃতীয় জোনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। উত্তর পূর্ব আঞ্চলিক রাউন্ডে ত্রিপুরার গোমতি জেলার নেতাজি সুভাষ মহাবিদ্যালয় এর ছাত্র-ছাত্রী শ্রেয়া মোদক এবং শুভজিৎ চক্রবর্তী সমন্বিত দল হয়েছে। ফলে তাঁরা আগামী ৬ ডিসেম্বর, ২০২৪-এ মুম্বইতে অনুষ্ঠিত হতে যাওয়া আরবিআই৯০ ক্যুইজের জাতীয় রাউন্ডে অংশ নেয়া নিশ্চিত করেছে। মুম্বাইয়ের জাতীয় আসরে তারা অন্যান্য আঞ্চলিক বিজয়ী দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে।
উত্তর পূর্ব আঞ্চলিক আসরে এনআইটি শিলচর, আসাম এবং এননাইটি শিলং, মেঘালয়ের টিম যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে। শীর্ষ তিনটি দল যথাক্রমে ৫ লাখ, ৪ লাখ এবং ৩ লাখ টাকার নগদ পুরস্কার জিতেছে।
গুয়াহাটির এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কার্যনির্বাহী পরিচালক অর্ণব কুমার চৌধুরী তুলে ধরেন যে আরবিআই ৯০ ক্যুইজের এর উদ্দেশ্য হল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের ৯০-তম বার্ষিকী উদযাপনের সাথে সাথে আর্থিক ব্যবস্থা গঠনে আর বি আই -এর গুরুত্বপূর্ণ ভূমিকা বুঝতে শিক্ষার্থীদের উৎসাহিত করা। তিনি আর্থিক স্বাক্ষরতার গুরুত্বের উপর জোর দিয়ে তিনি বলেন যে একজন আর্থিকভাবে সচেতন তরুণ জনগোষ্ঠীর অন্যদের মধ্যে আর্থিক সচেতনতা প্রচারে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।