আগরতলা, ২৯ নভেম্বর: পুরোনো রাজভবনে পাঁচতারা হোটেল নির্মাণের কোনও সিদ্ধান্ত রাজ্য সরকার এখনও গ্রহণ করেনি। গোটা বিষয়টা আলোচনার পর্যায়ে রয়েছে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণে অভিযোগের প্রেক্ষিতে একথা বলেন পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন তিনি বলেন, ত্রিপুরায় সরকার কারোর ভাবাবেগকে আঘাত করতে চায় না। রাজন্য বিজড়িত পুস্পবন্ত প্রাসাদ তৎকালীন সময়ে রাজাদের ছিল। কিন্তু এখন এটি ত্রিপুরা সরকারের সম্পদ।
তাঁর কটাক্ষ, বর্তমানে রাজ্যে রাজন্য আমলে বানানো সম্পত্তিতে বিয়ে বাড়ি করে ব্যবসা চলছে। পুস্পবন্ত প্রাসাদ কারোর ব্যক্তিগত সম্পদ নয়। ফলে, কারোর সাথে আলোচনা করে সরকারের সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। কারণ , এটি এখন সরকারের সম্পদ। সেখানে সরকারি কোনও প্রকল্প না করার কোনও শর্ত নেই কারও সাথে। রাজ্য সরকার ত্রিপুরার উন্নয়ন চাইছে। তাই সরকারের কাজে বাঁধা না দিয়ে জনগণকে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছেন তিনি।