BRAKING NEWS

নিয়োগ দুর্নীতি: ইডি’র পর সিবিআই-এর মামলাতেও কুন্তল ঘোষের জামিন মঞ্জুর করল সর্বোচ্চ আদালত

কলকাতা, ২৯ নভেম্বর (হি.স.): শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র পর এবার সিবিআই-এর কেসেও জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন যুব নেতা কুন্তল ঘোষ। ফলে তাঁর জেলমুক্তি এখন কার্যত সময়ের অপেক্ষা। প্রায় ২৩ মাস পর জেল থেকে মুক্তি পেতে চলেছেন তিনি।

তবে, এই প্রাক্তন নেতার জামিনের উপর একাধিক শর্ত চাপিয়েছে সুপ্রিম কোর্ট। আপাতত, তদন্তকারী সংস্থার অনুমতি ব্যতীত রাজ্যের বাইরে যেতে পারবেন না কুন্তল ঘোষ। পাশাপাশি, তাঁর বিরুদ্ধে চলা মামলা নিয়ে তিনি সংবাদমাধ্যমের সামনে বক্তব্যও রাখতে পারবেন না। এছাড়া কোনও সরকারি পদেও বসতে পারবেন না বলে শর্ত দেওয়া হয়েছে।

এর আগে, গত ২০ নভেম্বর ইডি-র মামলায় জামিন পেয়েছেন কুন্তল ঘোষ। তবে সিবিআই-এর মামলায় জামিন নিয়ে চলছিল টালবাহনা। অবশেষে আজ সেই মামলাতেও জামিন পেয়ে গেলেন তিনি।

প্রসঙ্গত, শিক্ষক দুর্নীতি মামলায় ২০২৩ সালের ২০ জানুয়ারি কুন্তল ঘোষকে গ্রেপ্তার করেছিল ইডি। তাঁর বিরুদ্ধে চাকরিপ্রার্থীদের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা তোলা ও মোটা অঙ্কের টাকার হিসাব বহির্ভূত লেনদেনের অভিযোগও ছিল। পরে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করে সিবিআইও। তখন থেকেই জেলবন্দি তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *