আগরতলা, ২৯ নভেম্বর: নেশা মুক্ত ত্রিপুরা গঠনে বড়োসড় সাফল্য পেয়েছে মেলাঘর থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গাড়িতে তল্লাশি চালিয়ে ২ লাখ ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা সম্ভব হয়েছে। সাথে গাড়ির সহ চালককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন
এডিশনাল এসপি রাজিব সূত্রধর।
এডিশনাল এসপি রাজিব সূত্রধর জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে গাড়ি করে বিপুল পরিমাণ নেশা সামগ্রী পাচার করা হবে। সেই খবরোর ভিত্তিতে অভিযান চালিয়েছে মেলাঘর থানার পুলিশ। আজ সকালে অভিযানে নেমে নেশা কারবারি গাড়িকে ধাওয়া করে পুলিশ। পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইন্দ্রনগর মূল সড়ক থেকে ছিটকে পড়ে এক বাড়িতে ঢুকে পড়ে। সোনামুড়া থানাধীন কলুবাড়ি থেকে টিআর০৭সি০২০৭ নম্বরের গাড়িটি মেলাঘরের উদ্দেশ্যে আসতেই ইন্দ্রনগর এলাকায় গতি রোধ করার চেষ্টা করে। সাথে সাথে পুলিশ গাড়িতে তল্লাশি করে ৩ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ওই অভিযানকালে মেলাঘর থানার ওসি দেবাশীষ সাহা অল্প বিস্তার আহত হয়েছেন।
তিনি আরও জানিয়েছেন, ঘটনাস্থল থেকে গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হলেও সহ চালক পালিয়ে যেতে পারেনি। ধৃতের নাম দিদার হোসেন,বাড়ি কুলুবাড়ী। তাঁর বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।