শ্রীভূমি (অসম), ২৯ নভেম্বর (হি.স.) : বাংলাদেশে সংখ্যালঘু সনাতনীদের অস্তিত্ব রক্ষার তাগিদে আট দফা দাবির ভিত্তিতে আন্দোলন সংগঠিত করায় মিথ্যা মামলা রুজু করে ইসকন-সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ আরও কয়েজনকে গ্রেফতার করে চট্টগ্রাম কারাগারে বিচারাধীন বন্দি করে রাখা হয়েছে। এ ঘটনায় কেবল বাংলাদেশে বসবাসরত সনাতনীদের মধ্যে নয়, ভারত সহ গোটা বিশ্বে হিন্দুদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
বিক্ষোভ ও প্রতিবাদ আছড়ে পড়েছে ভারত-বাংলাদেশ সীমান্ত জেলা অসমের শ্রীভূমি জেলায়ও। আজ শুক্রবার সন্ধ্যায় শ্রীভূমি জেলা সনাতনী ঐক্য মঞ্চের ডাকে শহরের বিশাল মার্কেটের প্রাঙ্গণ থেকে এক গণ-মিছিল বাংলাদেশ সীমান্তের দিকে এগিয়ে যায়। মিছিল থেকে নানা স্লোগান দিয়ে বাংলাদেশ সরকারকে চরম হুঁশিয়ারি দিয়ে অতি সত্বর নিঃশর্তে চিন্ময়প্রভুকে মুক্ত করতে এবং সনাতনীদের ওপর সংগঠিত নির্মম অত্যাচার বন্ধের দাবি জানানো হয়েছে।
তবে জেলা প্রশাসন শ্রীভূমি জেলা সনাতনী ঐক্যেমঞ্চের মিছিলকে শহরের কুশিয়ারার বিসর্জন ঘাট এলাকায় রুখে দিয়েছে। আজকের মিছিলে নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ সহ বিভিন্ন হিন্দু সংগঠনের কর্মকর্তারা।