আগরতলা, ২৯ নভেম্বর: পুষ্পবন্ত প্যালেসে পাঁচ তারা হোটেল নির্মাণের সিদ্ধান্তের বিরুদ্ধে শহরের রাজপথে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছে টিআইএসএফ। এদিন সংগঠনের তরফ থেকে পর্যটন দপ্তরে ডেপুটেশন প্রদান করা হয়েছে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক নেতা বলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গেছে আগরতলার পুরাতন রাজবাড়ীটিকে পাঁচতারা হোটেল তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। কিন্তু ইতিহাস মুছে উন্নয়ন কোনোদিনই সম্ভব নয়।
এদিন তিনি আরও বলেন, পুষ্পবন্ত প্রাসাদ ত্রিপুরার একটি প্রাচীন রাজকীয় প্রাসাদ। বামফ্রন্ট সরকার ত্রিপুরার ইতিহাস মুছে ফেলার চেষ্টা করেছে। জাতি জনজাতি সবাই ত্রিপুরার উন্নয়ন চায় কিন্তু ইতিহাস মুছে ফেলার অধিকার কারোর নেই। তাই এরই বিরুদ্ধে গোটা রাজ্যবাসীকে এগিয়ে এসে প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।