বদরপুর (অসম), ২৯ নভেম্বর (হি.স.) : বাংলাদেশে চলমান নির্বিচারে হিন্দু নির্যাতন, পুলিশ কর্তৃক অন্যায়ভাবে সাধু-সন্ন্যাসীদের ধরপাকড়ের প্রতিবাদে আজ (শুক্রবার) থেকে সব ধরনের বাংলাদেশি পণ্য বয়কটের ডাক দিয়েছে বরাকভ্যালি হকার অ্যাসোসিয়েশন। এদিন শ্ৰীভূমি জেলার অন্তর্গত বদরপুরে আয়োজিত এক প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এই আহ্বান জানানো হয়েছে। বিক্ষোভকারীরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করে তাঁর বিরুদ্ধে নানা স্লোগান দিয়েছেন।
বরাকভ্যালি হকার অ্যাসোসিয়েশনের দাবি, যতদিন পর্যন্ত ইসকন-সন্ন্যাসী ধর্মগুরু শ্রীপাদ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে নিঃশর্তে মুক্তি দেওয়া হবে না এবং বাংলাদেশে মঠ-মন্দির এবং সনাতনীদের জীবন–সম্পত্তির সুরক্ষা স্থায়ীভাবে প্রদান করা না হবে, ততদিন পর্যন্ত বরাকভ্যালি হকার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সব ধরনের পণ্য সামগ্রী বয়কট করে চলবে। পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যাবতীয় আমদানি ও রফতানি বন্ধের জন্য তাঁরা ভারত সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন।
প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে অন্যদের সঙ্গে ছিলেন হকার অ্যাসোসিয়েশনের সভাপতি শম্ভু দাসচৌধুরী, সম্পাদক মুন্নী ছেত্রী, সহ-সম্পাদক বিধান দাস, গৌতম রায়, সুমন দে, কোষাধ্যক্ষ মনোতোষ মালাকার, অসিত দাস, বিধুভূষণ দত্ত, নরেশ দে, অন্তু দাস সহ বরাকভ্যালি হকার অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা।