BRAKING NEWS

সন্ন্যাসী চিন্ময় প্রভুকে নিয়ে নতুন বিবৃতি বাংলাদেশ ইসকনের, মুখ খুললেন ইউনূসও

ঢাকা, ২৯ নভেম্বর (হি.স.): রাষ্ট্রদ্রোহের অভিযোগে বাংলাদেশ পুলিসের হাতে গত সোমবার গ্রেফতার হন হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। তাঁর জামিনের আর্জিও খারিজ করেছে বাংলাদেশের আদালত। বৃহস্পতিবার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে নিয়ে একটি বিবৃতি দেয় বাংলাদেশ ইসকন। তাতে বলা হয়েছিল, সন্ন্যাসী চিন্ময়ের কোনও কাজের দায় ইসকন নেবে না। কারণ, তিনি ইসকনের কেউ নন। শুক্রবার সেই বক্তব্য থেকে ১৮০ ডিগ্রি ঘুরে নতুন বিবৃতি জারি করেছে বাংলাদেশ ইসকন। এই ধর্মীয় প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, ‘বাংলাদেশে হিন্দুদের অধিকার এবং তাদের ধর্মীয় স্থানগুলি রক্ষার জন্য চিন্ময়কৃষ্ণের প্রচেষ্টাকে সমর্থন করে ইসকন। তাঁর থেকে দূরত্ব তৈরি করা হয়নি। আমরা শুধু একটা জিনিস স্পষ্ট করে দিয়েছি যে, তিনি ইসকনের সদস্য নন। বাংলাদেশের ইসকনের প্রতিনিধিত্ব তিনি করছেন না। গত কয়েক মাসে এই কথা একাধিকবার আমরা বলেছি।’

গতকাল, বৃহস্পতিবার ইসকনের তরফে জানানো হয়েছিল, ‘মাস কয়েক আগেই শ্রীকৃষ্ণ মন্দিরের অধ্যক্ষ লীলারাজ গৌর দাস, সদস্য গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময়কৃষ্ণ দাসকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করেছে ইসকন বাংলাদেশ। তাই তাঁর কোনওরকম বক্তব্য কিংবা কার্যকলাপের দায় ইসকনের নয়।’ আর আজ ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই নতুন বিবৃতি জারি করেছে ইসকন বাংলাদেশ।

গত সোমবার সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। রাস্তায় নেমে প্রতিবাদ দেখাতে থাকেন বাংলাদেশের হিন্দুরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে দেখা যায় পুলিসকে। যাকে কেন্দ্র করে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। দেশ-বিদেশে গোটা ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। কাঠগড়ায় তোলা হয় বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে। হিন্দুদের উপর অত্যাচারের তীব্র প্রতিবাদ জানানো হয় ভারতেও। সেই সবকিছুর মাঝেই চাপে পড়ে মুখ খুললেন বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। তিনি জানিয়েছেন, বাংলাদেশে ইসকনের উপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হবে না। বাংলাদেশে হিন্দুরা সুরক্ষিত। ন্যায় বিচার পাবেন চিন্ময়কৃষ্ণ দাস। তিনি এও জানিয়েছেন, বাংলাদেশ অন্য কোনও দেশের আভ্যন্তরীন বিষয়ে নাক গলায় না। ভারত যে বিবৃতি বাংলাদেশকে নিয়ে দিয়েছে তা অবাঞ্ছিত। গতকাল, বৃহস্পতিবার ঢাকা হাইকোর্ট বাংলাদেশে ইসকনের উপর নিষেধাজ্ঞা জারির আর্জি খারিজ করে দিয়েছে। বর্তমানের পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন শেখ হাসিনাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *