আগরতলা, ২৯ নভেম্বর: দীর্ঘ প্রতিক্ষার পর আশ্রম পাড়ার রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। তাতে, শতাধিক পরিবারের প্রত্যাশা পূরণ হবে।
প্রসঙ্গত, দীর্ঘ ৩০ বছর পর আশ্রম পাড়ার নতুন রাস্তার নির্মাণের মাধ্যমে শতাধিক পরিবারের প্রত্যাশা পূরণ হয়েছে। এই রাস্তাটি সংস্কার করার জন্য সংশ্লিষ্ট পাড়ার জনগণ বহুবার বিগত সরকারের কাছে আবেদন করেছিলেন। কিন্তু তেমন গুরুত্ব পাইনি। বিগত দিনে কেন্দ্রীয় প্রাক্তন উপমন্ত্রী প্রতিমা ভৌমিককে সমস্যার কথা জানানোর পর তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা নির্মাণের জন্য। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শুরু হলো আশ্রম পাড়ার রাস্তা সংস্কারের কাজ।
দীর্ঘদিন যাবৎ ওই রাস্তার বেহাল দশায় পরিণত হয়ে রয়েছে। রাস্তা দিয়ে বর্ষায় আসা-যাওয়া করা খুবই কষ্টকর ছিল।
শুক্রবার রাস্তার কাজ চলাকালীন অবস্থায় কাঠালিয়া আর ডি ব্লকের টেকনিক্যাল এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গরিশ পাল একান্ত সাক্ষাতে জানান, রাস্তাটি সোনামুড়া টু বিলোনিয়া বাইপাস সড়ক থেকে দীর্ঘ ১৯৬ মিটার মনোরঞ্জন পালের বাড়ি সংলগ্ন মেটেলিং কারপেটিং হবে। তিন মিটার হবে প্রশস্ত।
দায়িত্বে থাকা ইঞ্জিনিয়ার বাবু জানান, এই রাস্তাটি নির্মাণ বাবদ খরচ পড়বে ২০ লক্ষ টাকা। দুই সপ্তাহের মধ্যেই কাজের সমাপ্তি হয়ে যাবে। তিনি বলেন কাজের গুণগতমান ভালোই চলছে। এবং পাড়া-প্রতিবেশীরাও যথেষ্ট সাহায্য করে যাচ্ছেন।