নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৩ নভেম্বর:
নমো যুব যাত্রা কয়েকটি বিধানসভা এলাকা পাড়ি দিয়ে শনিবার তেলিয়ামুড়া আসে এই বাইক র্যালী। শনিবার সকাল ১১ টা নাগাদ তেলিয়ামুড়া বিধানসভা এলাকায় স্বাগত জানানো হয় এই র্যালীকে। নমো যুব যাত্রা র্যালীকে স্বাগত জানিয়ে তেলিয়ামুড়া অম্পি চৌমুহুনীতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় তেলিয়ামুড়া বিজেপি এবং যুব মোর্চা মন্ডল কমিটির উদ্যোগে।
এই অনুষ্ঠানে উপিস্থিত ছিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব, যুব মোর্চা খোয়াই জেলা সভাপতি মানিক দেবনাথ, তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রুপক সরকার, ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়, বিজেপি মন্ডল সম্পাদক নন্দন রায়, গোপাল বর্মন সহ অন্যান্যরা।
এদিনের এই অভ্যর্থনা সভায় বক্তব্য রাখতে গিয়ে সুশান্ত দেব বলেন, প্রতি বিধানসভায় যুব কার্যকর্তাদের আত্মবিশ্বাস উচ্ছ্বাস এবং কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে চলার লক্ষকে সামনে রেখে এই যুব যাত্রা। রাজ্যের সমস্ত যুবাদের এক সুত্রে বেধে রাজ্য সরকারের যে উদ্দেশ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠন তা সফল করতে চায় যুব মোর্চা।
নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে যুব মোর্চার উদ্যোগে গত কুঁড়ি নভেম্বর সাব্রুম থেকে শুরু হয়েছে নমঃ বাইক রেলি। আর এই বাইক রেলিটি শনিবার তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্র পরিক্রমার পর ধর্মনগরের উদ্দেশ্যে যাত্রা করে। নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে যুব মোর্চার উদ্যোগে শুরু হয়েছে নমঃ বাইক যাত্রা। গত কুড়ি নভেম্বর সাব্রুম থেকে এই বাইক যাত্রার সূচনা করা হয়েছিল। শনিবার তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্র পরিক্রমার পর ধর্মনগরের উদ্দেশ্যে যাত্রা করে।
তেলিয়ামুড়া বিধানসভায় পৌছামাত্রই স্থানীয় যুব মোর্চার কার্যকর্তারা স্বাগত জানায় । পরে বাইক রেলিটি পৌঁছে দেওয়া হয় কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের গোলাবাড়ি এলাকায়। সেখান থেকে পুনরায় বাইক রেলিটি যাত্রা করে ধর্মনগর এর উদ্দেশ্যে। কৃষ্ণপুর মন্ডলের যুব মোর্চার কার্যকর্তারা সুসজ্জিত বাইক রেলির মাধ্যমে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করে পৌঁছে দেয় কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে। এই বাইক রেলিতে অংশগ্রহণ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী।
এরপর বাইক রেলিটি মোহরছড়া বাজারে পৌঁছানো মাত্রই স্বাগত জানানো হয় । সেখান থেকে কল্যাণপুরের হয়ে রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় । এক সাক্ষাৎকার যুব মোর্চার রাজ্য সভাপতি সুশান্ত দেব জানান, এই বাইক র্যালি যাত্রার মাধ্যমে যুব সমাজকে খেলাধুলার মধ্য দিয়ে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার স্বপ্নকে বাস্তবায়িত করাই এর মূল উদ্দেশ্য ।