কোচবিহার, ২৩ নভেম্বর (হি.স.): কোচবিহার জেলার মাথাভাঙা বাজারে শনিবার সব্জির বাজার দর যাচাই করতে গিয়ে বেআইনিভাবে মজুত করা এবং বেশি দাম নেওয়ার অভিযোগে এক অসাধু ব্যবসায়ীকে সর্তক করেন মহকুমা শাসক। এরপর অদ্ভূতভাবেই ওই অভিযুক্ত ব্যবসায়ী মহকুমা শাসকের সঙ্গেই তর্ক জুড়ে দেয়!
শেষে ওই দোকানের ট্রেড লাইসেন্স না থাকায়, আরএমসির ট্যাক্স বকেয়া এবং বেআইনিভাবে দ্রব্য মজুত করে দাম বেশি নেওয়ার অভিযোগে দোকানটি সিল করে দেন মহকুমা শাসক। মহকুমা শাসকের এই পদক্ষেপে খুশি সাধারণ ক্রেতারা।