মুম্বই, ২৩ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্র বিধানসভার ২৮৮ আসনে সংখ্যাগরিষ্ঠতার ‘জাদুসংখ্যা’ ১৪৫। ইতিমধ্যেই সেই ম্যাজিক ফিগার অতিক্রম করেছে মহাযুতি জোট। শুরুও হয়েছে মিষ্টি বিতরণ। আনন্দে উৎফুল্ল বিজেপি-এনডিএ শিবির। নির্বাচন কমিশনের প্রাথমিক প্রবণতা অনুযায়ী, মহাযুতি সংখ্যাগরিষ্ঠতার সংখ্যা ১৪৫ অতিক্রম করেছে। এগিয়ে থাকা ২১৭টির মধ্যে বিজেপি এগিয়ে ১২৪টি আসনে, শিবসেনা ৫৬ ও এনসিপি ৩৭টি আসনে।
এই জয় মহারাষ্ট্রের জনগণকে উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। শনিবার তিনি বলেছেন, “আমি মহারাষ্ট্রের ভোটারদের ধন্যবাদ জানাই। এটি একটি বিরাট বিজয়। আমি আগেই বলেছিলাম, মহাযুতি বিরাট জয় পাবে। আমি সমাজের সকল শ্রেণীকে ধন্যবাদ জানাই। মহাযুতি দলের সকল কর্মীদেরও ধন্যবাদ জানাই।”