BRAKING NEWS

সোমবার ৪২এ পা দিচ্ছেন ঝুলন গোস্বামী

কলকাতা, ২৩ নভেম্বর (হি.স.): মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীl ১৯৮২ সালের ২৫ নভেম্বর সোমবার নদীয়া জেলার চাকদহের লালপুরে ঝুলন গোস্বামীর জন্মl এই বাঙালি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহিলা ক্রিকেটার শুধু বাংলার নন, বিশ্ব ক্রিকেটে ভারতীয় ক্রিকেটের এই প্রাক্তন অধিনায়কের নাম একটা স্থান করে নিয়েছেl

২০০২ সালের ৬ জানুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে একদিনের ক্রিকেটে ঝুলনের আন্তর্জাতিক অভিষেকl মহিলাদের ক্রিকেটে অন্যতম দ্রুততম বোলার হিসেবে তাঁকে বিবেচনা করা হয়l কেরিয়ারের তার সেরা বোলিং পরিসংখ্যান ৩১ রানে ছয় উইকেটl ভারতীয় এই পেসারের টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি এই ৩টি বিভাগ মিলিয়ে সংগ্রহে আছে ১৬৬৯ রান ও ২৮৫টি উইকেট। ২০০৫ এবং ২০১৭ এই দুই বছর মহিলা বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে পৌঁছায় ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২০১৭ বিশ্বকাপ ফাইনালে ১০ ওভারে তিনটি মেডেন ওভার সহ ২৩ রান দিয়ে তিনটি উইকেট পান ঝুলন। তবে দুবারই বিশ্বকাপ ফাইনালে ট্রফি অধরা থেকে গেছে ভারতীয় দলের কাছে, সেই সঙ্গে ঝুলনের কাছেও।

ক্রিকেটে ঝুলন গোস্বামীর কৃতিত্বকে সম্মান জানিয়ে ঝুলনকে বিশেষ পুরস্কার হিসেবে মুম্বাইতে ক্যাস্ট্রল অ্যাওয়ার্ডস প্রদান করা হয়। তিনি ২০০৭ সালে বর্ষসেরা আইসিসি মহিলা খেলোয়াড় হিসাবে পুরস্কার লাভ করেন। প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা ক্রিকেটার পুরস্কার পান ঝুলন গোস্বামী। ২০১১ সালে শ্রেষ্ঠ নারী ক্রিকেটার হিসেবে এমএ চিদাম্বরম ট্রফি পান তিনি। এছাড়া ২০১০ সালের ২৯ আগস্ট অর্জুন পুরস্কারে ভূষিত হন ঝুলন গোস্বামী। তাছাড়া ক্রিড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারতে চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্মশ্রী পুরস্কার লাভ করেন ২০১২ সালে। ২০১৭ সালে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে তিনি ডিলিট সম্মানে সম্মানিত হন। বাংলা তো বটেই ভারতে প্রথম কোন মহিলা ক্রিকেটার এই ডিলিট সম্মান পেয়েছেন।

২০২২ সালে অবসর গ্রহণের পর বাংলার ক্রিকেটের এই কৃতি ক্রিকেটার আজও বাংলা ও ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *