নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর:
আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে বিভিন্ন ব্যবসায়ীক সমিতি ও সংগঠন, কনজ্যুমার ক্লাবের সদস্য-সদস্যা, বিভিন্ন ন্যায্য মূল্যের দোকান পরিচালন সমিতি ও রেশন ডিলারদের নিয়ে আয়োজিত জেলাভিত্তিক “পারস্পরিক আলাপ-আলোচনা ও কথোপকথন” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।
খাদ্য ও জনসংভরন দপ্তর রাজ্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রির মূল্য নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে আটটি জেলায় ব্যবসায়ী ,রেশনসপ ডিলার, এসডিএম, এসডিসি সহ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সে অনুযায়ী শনিবার আগরতলায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিভিন্ন বাজারের ব্যবসায়ী সংগঠনের সভাপতি, সম্পাদক ,রেশনসপ ডিলার এবং এস ডি এম এসডিসি এবং খাদ্য দপ্তরের কর্মকর্তাদের নিয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বিভিন্ন সমস্যা সম্বন্ধে অবগত হন এবং এবং সমস্যাগুলো থেকে উত্তরণের উপায় সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন। তিনি আরো বলেন, আসাম আগরতলা জাতীয় সড়কে কোন ধরনের সমস্যা দেখা দিলে রাজ্যের বাজারে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করা হয়ে থাকে। এভাবে যাতে কৃত্রিম সংকট তৈরি করা না হয় সেজন্যই এ ধরনের বৈঠক সংঘটিত করা হয়েছে বলে জানিয়েছেন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।