আগরতলা, ২৩ নভেম্বর: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এনডিএ সরকারের পুনরায় বিরাট জয়লাভ করেছে। ফলাফল ঘোষণার পর থেকেই গেরুয়া আবির খেলায় মেতেছেন ত্রিপুরার বিজেপি কর্মীরা। প্রদেশ বিজেপি মুখ্য কার্যালয়ের বাইরে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহা, মন্ত্রী টিংকু রায় সহ মহিলা মোর্চা ও যুব মোর্চার কর্মীরা আবির খেলেছেন। ঢাক ঢোল পিটিয়ে উল্লাসে মেতে উঠেছেন কর্মী সর্মথকরা।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশল নেতৃত্বে মহারাষ্ট্রে এনডিএ সরকারের বিরাট জয় হয়েছে। কিছুদিন আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মধ্যপ্রদেশ,ছত্তিশগড়, রাজস্থান এই তিন রাজ্যে বিজেপি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। বিভিন্ন রাজ্যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকাশের ভিত্তিতে যেভাবে কাজ হচ্ছে তারফলেই নির্বাচনের এই ফলাফল হয়েছে। এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জয়।
এদিন তিনি আরও বলেন, উন্নয়নের নিরিখেই জনগণ ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছেন। ২০১৯ সালের মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের থেকে এবছর অধিক আসনে জয়লাভ হয়েছে। মহারাষ্ট্রের জয় নিয়েও নিন্দুকেরা অনেক কথা বলেছেন। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। তাঁর কথায়, বিজেপি সরকার এই জয় দেখে বিরোধীরা তখন বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। কিন্তু জনগণ তাঁদের স্বভাবকে বুঝতে পেরেছেন। কিছু দিন পর থেকে বিরোধীদের খুঁজেই পাওয়া যাবে না। এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি, গোটা মহারাষ্ট্রবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এদিকে, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে এন.ডি.এ সরকারের পুনরায় বিরাট জয়ে জয়ী হয়েছে। আজ মোহনপুর মন্ডলের তরফ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা র্যালির আয়োজন করা হয়েছে। এই র্যালিতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা।