BRAKING NEWS

আবারো পুলিশের জালে আটক গাঁজা পাচারকারী

আগরতলা, ২১ নভেম্বর : গোপন খবরের ভিত্তিতে বুধবার বিকেলে আগরতলায় জিআরপি থানার পুলিশ এবং আর পি এফ পুলিশের যৌথ উদ্যোগে ১ জন গাঁজা পাচারকারীকে কে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, আগরতলা রেল স্টেশন পিট লাইন থেকে বুধবার বিকেলে এক গাঁজা পাচারকারীকে আটক করা হয়েছে। তার নাম রাহুল দাস। বাড়ি আমতলী মহেশখলা এলাকায়। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১২.৪০০ কেজি শুকনো গাঁজা। ৬টি পেকেটে করে এক কাঁধে ঝোলানো বেগের মধ্যে রাখা ছিল সেই গাঁজা।

জিআরপি থানার পুলিশ জানায়, ট্রেনে করে বহিরাজ্যে এই গাঁজা পাচার করতে চেয়েছিল রাহুল দাস। জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই নিয়ে অনেকবার এভাবে সে গাঁজা পাঠিয়েছে। পুলিশ আরো জানায়, আগরতলা রেল স্টেশনের আশেপাশে পাচারকারীদের একটা বড় গ্যাং আছে। তাদেরকে আইনের আওতায় আনতে সব ধরনের জাল পাতানো হয়েছে।

পুলিশ আধিকারিক জানিয়েছেন, উদ্ধার হওয়া গাঁজা গুলির আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা হবে। আগরতলা জিআরপি থানাতে রাহুল দাসের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামীকাল উনাকে আদালতে সোপর্দ করা হবে।

জিআরপি থানার পুলিশের একটি টিম জোরালো ভাবে খোঁজ চালিয়ে যাচ্ছে এবং এই মামলাতে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান করছেন অধিকারিকগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *