নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর: আগরতলা-চট্টগ্রাম-আগরতলা রুটে আন্তর্জাতিক বিমান চালু করার জন্য এই অর্থায়নের আবেদন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বান্ডি সঞ্জয় কুমারকে চিঠি লেখেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
চিঠিতে তিনি আরো উল্লেখ করেন, এমবিবি বিমানবন্দরকে একটি অনুমোদিত ইমিগ্রেশন চেক পোস্ট ঘোষণা করার জন্য আরও অবকাঠামোর প্রয়োজন। এটি পরিবহণ বিভাগকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর এবং ত্রিপুরার এমবিবি বিমানবন্দরের পরিচালকের সাথে যত দ্রুত সম্ভব আরও প্রয়োজনীয়তা মেটাতে আরও ভালভাবে সমন্বয় করতে এবং কাজ করতে সাহায্য করবে।
এমবিবি বিমানবন্দরকে ইমিগ্রেশন চেকপোস্ট এবং অবশেষে যত তাড়াতাড়ি সম্ভব একটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করার জন্য আবেদন করেন।
অন্য একটি চিঠিতে মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধানসভায় উঠে আসা বিমানের ভাড়া সম্পর্কিত বিষয়ে ইন্ডিগোর ম্যানেজিং ডাইরেক্টর রাহুল ভাটিয়াকে চিঠি লেখেন। বিমানের ভাড়া আগরতলা থেকে কলকাতা পর্যন্ত ১০০০০ থেকে ১২০০০ টাকা মধ্যে ছিল। যা অত্যন্ত বেশি। তাই ভাড়া নিয়ন্ত্রণে রাখার জন্য চিঠিতে উল্লেখ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।