আগরতলা, ১৫ অক্টোবর : কেন্দ্রীয় বিদেশ ও বস্ত্র মন্ত্রকের প্রতিমন্ত্রী পবিত্র মার্গেরিটা তিনদিনের রাজ্য সফরে আগামীকাল আগরতলায় আসছেন| আগরতলা পৌঁছে তিনি আগামীকাল সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করবেন| এরপর তিনি মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহার সঙ্গেও বৈঠক করবেন| আগামীকাল সন্ধ্যায়ই তিনি খোয়াই যাবেন|
পরদিন, ১৭ই অক্টোবর সকালে খোয়াই জেলায় কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত বিভিন্ন স্কিমের অধীনে একাধিক কেন্দ্রীয় প্রকল্প ও অন্যান্য রাজ্য সরকারের প্রকল্পে কাজের অগ্রগতি পর্যালোচনা করবেন| খোয়াই জেলায় শিক্ষা, স্বাস্থ্য, জল জীবন মিশন, কৃষি পরিকাঠামো ও দক্ষতা উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে চালু প্রকল্পসমূহও পরিদর্শন করবেন| তাছাড়া তিনি মহিলা চালিত স্ব-সহায়ক দল ও জেলা আধিকারিকদের সঙ্গে মত বিনিময় করবেন| কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা সেদিন বিকেলে সিমনার শনখলায় হস্তকারু শিল্পের গুচ্ছ প্রকল্প ও ফটিকছড়ায় হস্ততাঁত সচেতনতা কর্মসূচি এবং শিশু উন্নয়ন প্রকল্পের অধীনে ‘সামর্থ’ প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন| ১৭ই অক্টোবর সন্ধ্যায় খোয়াই থেকে উদয়পুরের উদ্দ্যেশে রওয়ানা হবেন বলে কথা রয়েছে। উদয়পুরে গিয়ে তিনি মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির দর্শন করবেন| ১৮ই অক্টোবর সকালে তিনি আগরতলায় সচিবালয়ে বস্ত্র মন্ত্রক এবং রাজ্য সরকারের হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্প দপ্তরের আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন| তাছাড়া তিনি আগরতলায় পূর্বাশা এম্পোরিয়াম ও উইভার্স সার্ভিস সেন্টার পরিদর্শন করবেন| ঐদিন সন্ধ্যায় আগরতলা থেকে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন|