BRAKING NEWS

সরকারি কার্নিভালের দিনই প্রতিবাদীদের পাল্টা ‘দ্রোহ কার্নিভাল’-এর ডাক

কলকাতা, ১২ অক্টোবর (হি.স.): আগামী মঙ্গলবার কলকাতার বড় পুজোগুলির প্রতিমা নিয়ে রেড রোডে রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হবে পুজো কার্নিভাল। ওই দিনই আর জি করের নির্যাতিতার বিচারের দাবিতে এবং অনশনরত জুনিয়র ডাক্তারদের প্রতি সংহতি জানিয়ে রানি রাসমণি রোডে ‘দ্রোহের কার্নিভাল’ ডাকল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স।

রাজ্য সরকারের পুজো কার্নিভ্যালে যথাসম্ভব আকর্ষনের আয়োজন থাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কলকাতায় এই বাৎসরিক পুজো কার্নিভ্যাল রাজ্যের সীমা ছাড়িয়ে, এমনকি দেশের বাইরেও আলোড়ন তৈরি করে। ঠিক সেই দিন প্রতিবাদীদের পাল্টা কার্নিভ্যালের ডাক স্বাভাবিকভাবেই প্রবল চাপের মধ্যে ফেলছে রাজ্য প্রশাসনকে। অনুমতি না দিলে ‘দ্রোহের কার্নিভাল’-এর উদ্যোক্তারা হাইকোর্টের শরনাপন্ন হবেন। 

চিকিৎসকদের আটটি সংগঠনের যৌথমঞ্চ  জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স মঙ্গলবার বিকেল ৪ টায় রানি রাসমণি অ্যাভিনিউয়ে ‘দ্রোহের কার্নিভাল’-এর সমাবেশ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *