বন্যার জেরে মৃতদের পরিজনদের ব্যক্তিগত তরফে ৫০ হাজার টাকা করে প্রদান করবেন প্রদ্যুৎ কিশোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ আগস্ট: ভয়াবহ বন্যার জেরে ভূমিধ্বসে মৃত্যু হয়েছে ১৪ বছরের নাবালক ধীরেশ দেববর্মার। বৃহস্পতিবার তার পরিজনদের সঙ্গে দেখা করতে চাম্পলাই ভিলেজে গেলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। পাশাপাশি বন্যায় মৃতদের পরিজনদের হাতে ব্যক্তিগত তরফে ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেন।

এদিন পরিদর্শনকালে প্রদ্যুৎ কিশোর মৃত নাবালকের পরিজনদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, সরকারের তরফ থেকে মৃতদের ৪ লক্ষ টাকা প্রদান করা হবে। পাশাপাশি ঘরের মেরামতের জন্য আলাদা করে টাকা দেওয়া হবে। পাশাপাশি এই ভয়াবহ বন্যায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিজনদের তিনি ব্যক্তিগত উদ্যোগে ৫০ হাজার টাকা করে প্রদান করবেন।