জলপাইগুড়ি, ২০ জুলাই (হি.স.) : প্রশাসনের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে সোমবার থেকে উত্তরবঙ্গজুড়ে ব্যবসা বনধের ডাক দিলেন আলু ব্যবসায়ীরা । প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সভাপতি প্রদীপ সাহা বলেন, ‘ভিনরাজ্যে আলু পাঠানোর ক্ষেত্রে প্রশাসনের তরফে আমাদের অযথাই হয়রানি করা হচ্ছে। আলু যে ভিনরাজ্যে পাঠানো যাবে না তার কোনও লিখিত অর্ডার প্রশাসন দেখাতে পারছে না। এই পরিস্থিতিতে আমরা বনধের দিকে যাচ্ছি। সোমবার থেকে কৃষকদের কাছে আলু কিনব না। হিমঘর থেকে আলু বের করা হবে না।’আলু সহ সবজির দাম বৃদ্ধির ক্ষেত্রে এখানকার সবজি যাতে ভিনরাজ্যে না যায় সেই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর বক্সিরহাট সীমানা দিয়ে অসমে আলুবোঝাই লরি যাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি শুরু করা হয়। যা নিয়ে কয়েকদিন ধরেই প্রশাসনের সঙ্গে ব্যবসায়ীদের চাপানউতোর চলছে। এই পরিস্থিতিতে সমস্যা না মেটায় বনধের দিকেই যাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে তাঁরা ব্যবসা বন্ধ রাখলে আলুর দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
2024-07-20