নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৭ জুন: আন্তর্জাতিক সীমান্ত অবৈধভাবে ডিঙ্গিয়ে রাজ্যে অনুপ্রবেশের ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে। এ ধরনের অনুপ্রবেশের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা প্রশ্ন চিহ্নে দাঁড়িয়েছে। একাংশের মানব পাচার চক্র এ ধরনের কর্মকান্ডে জড়িত রয়েছে। তাদের বিরুদ্ধে এনআইএ একাধিকবার হানা দিয়ে তাদের বেশ কয়েকজন সদস্যকে জালে তুললেও পুরোচক্রকে এখনো নিষ্ক্রিয় করা সম্ভব হয়নি।
কাঁটাতারের বেড়া টপকে এপারে আসার পর এক বাংলাদেশী যুবককে আটক করেছে ইরানি থানার পুলিশ।ধৃত এই বাংলাদেশি যুবকের নাম রকি বরুয়া। বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম জেলার খাগড়াছড়িতে। পিতার নাম সাধন বরুয়া।
রকি জানিয়েছে বর্তমানে এক দালালকে তিন হাজার টাকা দিলে সে কাঁটা তারের বেড়া পার করে দেয়। এর আগেও সে এভাবে এপারে এসেছে। রকিকে ইরানি থানায় আটক করে রাখা হয়েছে। কি উদ্দেশ্যে এসেছে সে বিষয় জানতে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। তার বিরুদ্ধে বিনা পাসপোর্টে অনুপ্রবেশের দায়ে নির্দিষ্ট ধারায় মামলা গৃহীত হয়েছে।