রঙিয়ায় সড়ক দুৰ্ঘটনা, হতাহত চার

রঙিয়া (অসম), ১৩ জুন (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত রঙিয়ার মরানজানে ২৭ নম্বর জাতীয় সড়কে আজ বৃহস্পতিবার দুপুরের দিকে এক ভয়ংকর সড়ক দুৰ্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন তিনজন। নিহতকে রঙিয়া চিড়াখুন্দি গ্রামের অনন্ত বড়ো (২৬) এবং আহতদের কলমণি গ্রামের বিকাশ বড়ো (২৪), জোনমণি বড়ো (১৮) এবং সঞ্জীব বড়ো (৩০) বলে শনাক্ত করা হয়েছে। হতাহত সকলেই শ্রমিক, জানিয়েছে পুলিশ।

জানা গেছে, সংশ্লিষ্ট রাস্তা পার হচ্ছিল একটি গরু। গরুটিকে বাঁচাতে গিয়ে রাস্তার ডিভাইডারে গিয়ে ধাক্কা দেয় বিদ্যুৎ বিভাগের জনৈক ঠিকাদারের এএস ২৫ ডিসি ৫৭২৯ নম্বরের একটি বলেরো পিককাপ ভ্যান। গাড়িটি গুয়াহাটি থেকে রঙিয়ার দিকে দুরন্ত গতিতে যাচ্ছিল।

বলেরো পিককাপ ভ্যানের পেছনে ছিলেন ওই তিন শ্ৰমিক। ডিভাইডারে প্রচণ্ড জোরে ধাক্কায় তাঁরা গাড়ি থেকে রাস্তায় পড়ে যান। কিন্তু দুর্ভাগ্যবশত গাড়িটি শ্ৰমিক তিনজনের ওপর দিয়ে পার হয়ে যায়। এতে রঙিয়া চিড়াখুন্দির অনন্ত বড়ো নামের শ্ৰমিক মৃত্যুবরণ করেন এবং বাকি তিনজন কলমণির বিকাশ বড়ো, জোনমণি বড়ো এবং সঞ্জীব বড়ো গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের এক জনের অবস্থা অতি সংকটজনক বলে জানা গেছে।