গুয়াহাটি, ১১ জুন (হি.স.) : অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে জিআরপি-র হাতে গ্রেফতার হয়েছেন মহিলা সহ দুই বাংলাদেশি নাগরিক।
জিআরপি থানা সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গুয়াহাটি রেলওয়ে স্টেশনে দুই অবৈধ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা যথাক্রমে সুহাগ গাজি (২৪) এবং জাহানারা বেগম (৫০)। উভয়েই বাংলাদেশের খুলনা বাগেরহাট জেলার অন্তর্গত রান্ধা পোস্ট অফিসের অধীন গোলবুনিয়া গ্রামের বাসিন্দা।
ধৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে জিআরপি সূত্র জানিয়েছে, সুহাগ গাজি এবং জাহানারা বেগম গত ৭ মে দালালের হাত ধরে পশ্চিমবঙ্গ সীমান্ত অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। কর্মসংস্থানের সন্ধানে তারা বেঙ্গালুরু গিয়েছিলেন। বেঙ্গালুরুতে কিছুদিন থাকার পর তারা ত্রিপুরা হয়ে বাংলাদেশে ফেরার অভিপ্রায়ে গতকাল গুয়াহাটি রেলওয়ে স্টেশনে এসেছিলেন।
অভিবাসন আইন এবং আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কিত আইনের ধারায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আজই দুই বাংলাদেশি নাগরিককে গুয়াহাটির বিচারবিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে, জানিয়েছে জিআরপি সূত্র।