ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জাতীয় যোগাসন খেল প্রতিযোগিতা এবার মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিতে রাজ্য দল ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে। মঙ্গলবার বিকেলে ভট্টপুকুরস্থিত স্বামী বিবেকানন্দ ক্লাব গৃহে ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন এর কার্যকরী বৈঠক অনুষ্ঠিত হয় I তাতে আসন্ন জাতীয় যোগাসন খেল প্রতিযোগিতা ২৫ থেকে ২৭ জুন পর্যন্ত মধ্যপ্রদেশের ইন্দোরে যে অনুষ্ঠিত হতে চলেছে, তাকে সামনে রেখে সাত দিনব্যাপী যোগাসন প্রশিক্ষণ শিবির হতে চলছে। এই শিবির শুরু হবে ১৫ জুন থেকে। চলবে ২১ জুন পর্যন্ত। স্বামী বিবেকানন্দ ক্লাব প্রাঙ্গনে। তাতে প্র্যাকটিস করানোর দায়িত্বে থাকবেন শম্ভু চক্রবর্তী, শ্যামল দেবনাথ, সৈকত শীল, জাগ্রতী চক্রবর্তী এবং তাপসী পাল প্রমূখ। তাছাড়াও আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন উপলক্ষ্যে ত্রিপুরা যোগাসন স্পোর্টস অ্যাসোসিয়েশন ও স্বামী বিবেকানন্দ ক্লাবের যৌথ উদ্যোগে ২১ জুন বিকাল ৪ টায় ক্লাব প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হবে l সংস্থার সচিব সমীর সাহা এক বিবৃতিতে এ বিষয়ে জানিয়েছেন।