ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। এশিয়ান দাবায় চমক দিল ত্রিপুরার আরাধ্য দাস। কাজাকিস্তানে অনুষ্ঠিত এশিয়ান ইয়থ র্যাপিড দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব ১০ বালিকাদের বিভাগে দখল করল চতুর্থ স্থান। সাত রাউন্ডে ৫ পয়েন্ট পেয়ে চতুর্থ হলো আরাধ্যা। এক সময় পাঁচ রাউন্ডে ৫ পয়েন্ট নিয়ে শীর্ষ ছিল ম্যাট্রিক্স আকাডেমীর ওই দাবাড়ুটি। ষষ্ঠ রাউন্ডে নিজ দেশের দাবাড়ু পূজার শ্রী আর এর কাছে পরাজিত হয়ে মনোবলে চির ধরে তার। সপ্তম রাউন্ডে চীনের দাবাড়ু পেং জিঙ্গাইয়া বিরুদ্ধে দুরন্ত লড়াই করেছিল। ৬৪ ঘরে মস্তিস্কের ওই লড়াইয়ে যদি জয় পেতো তাহলে দ্বিতীয় স্থান অনেকটা নিশ্চিত হয়ে যেত। দুরন্ত লড়াই করেও শেষ পর্যন্ত বাজিমাৎ করতে পারল না অনুজ কুমার এবং অঞ্জু রানীর একমাত্র মেয়েটি। শেষ পর্যন্ত ৫ পয়েন্টে চতুর্থ স্থান দখল করে সন্তুষ্ট থাকতে হলো শ্রীকৃষ্ণ মিশন স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রীকে। আসরে আরও দুটি ইভেন্টে খেলবে আরাধ্যা। ওই আসরে আরও ভালো ফলাফল করবে এমনই প্রত্যাশা রাজ্যবাসীর। চতুর্থ স্থান পেয়ে খুশি নয় আরাধ্যা।
কাজাকিস্তান থেকে টেলিফোনে আরাধ্যায বলে, শেষ ম্যাচে জয় পাবো অনেকটাই নিশ্চিত ছিলাম। কিন্তু সামান্য ভুলের কারণে চীনের দাবাড়ু বাজিমাৎ করে নেয়। তবে চেষ্টা করবো পরের আসর গুলিতে আরও ভালো খেলতে এবং দেশকে স্বর্ণ পদক এনে নিতে। আরাধ্যার কোচ ফি ডে মাস্টার প্রসেনজিৎ দত্ত অভিনন্দন জানিয়েছেন তাকে এবং ওর মনোবল বাড়ানোর চেষ্টা করছেন। রাজ্য দাবা সংস্থার সচিব প্রদীপ কুমার রায় এবং প্রাক্তন সচিব দীপক সাহাও অভিনন্দন জানিয়েছেন আরাধ্যাকে।