ক্রীড়া প্রতিনিধি আগরতলা।বিভিন্ন ইভেন্টের খেলাধুলার মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সৌভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে বিগত বেশ কিছুদিন আগেই গঠন হয়েছে ইন্দু বাংলা স্পোর্টস ফ্রেন্ডসশিপ ফোরাম। দুই দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত এই ফোরাম খেলাধুলার প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে চলেছে। ফোরামের মুখ্য উপদেষ্টা হলেন বাংলাদেশের আসিকু রহমান মিকু। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ খেলাধুলার আয়োজন নিয়ে এবার রাজ্যে এলেন ফোরামের উপদেষ্টা। রাজ্যে এসেই তিনি শনিবার রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায়ের সাথে এক সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হলেন। সাক্ষাৎকালে ফোরামের সদস্যরা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ খেলাধুলার আয়োজন নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। ক্রীড়া মন্ত্রী টিংকু রায় ফোরামের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে দুই দেশের মধ্যে খেলাধুলার আয়োজনের প্রতি আগ্রহ প্রকাশ করেন।