নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ২ জুন: ভোট গননার দিন যাতে শান্তি সম্প্রতি বজায় থাকে তার দিকে সতর্ক দৃষ্টি রেখেছে লংতরাইভ্যালী মহকুমার মনু আরক্ষা দপ্তর। কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়।
পাশাপাশি বিভিন্ন এলাকায় মনু এসডিপিও রাজু রিয়াং এর নেতৃত্বে চলছে ফ্ল্যাগমার্চ ও এলাকায় টহলদারি করছে পুলিশ ও টিএসআর জোয়ানরা।
এখানে উল্লেখ্য লংতরাইভ্যালী মহকুমা অফিসে পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের করমছড়া ও ছামনু বিধানসভা কেন্দ্রের ভোট গননা হবে। গত বিধানসভা নির্বাচনে ভোট গননার দিন দুটি রাজনৈতিক দলের রণক্ষেত্রে পরিণত হয়েছিল লংতরাইভ্যালী মহকুমা অফিস চত্বর।
যদিও লোকসভা নির্বাচনে এমন কোন অপ্রতিকর ঘটনার সম্ভাবনা তেমন নেই। তারপরও কোন ধরনের ঝুঁকি নিতে নারাজ মনু আরক্ষা দপ্তর। এসডিপিও রাজু রিয়াং জানান নির্বাচনি ফলাফল যাইহোক না কেন গোটা মহকুমা জুড়ে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কঠোর পুলিশি ব্যবস্হা কায়েম করা হবে। ফ্ল্যাগমার্চ করে আমরা এটাই জানান দিতে চাই এলাকার শান্তি সম্প্রীতি বজায় রাখাটাই আরক্ষা দপ্তরের মুখ্য উদ্দেশ্য।