ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শেষ বলে শ্বাসরুদ্ধকর জয়। বিলোনিয়ায় আয়োজিত আন্তঃ স্কুল ক্রিকেটে বরপাথাড়ি জয়ী হয়েছে। হারিয়েছে জয়পুর দ্বাদশ শ্রেণি স্কুলকে ৪ উইকেটের ব্যবধানে। সারা রাজ্যের অন্যান্য মহাকুমার মতো বিলোনিয়াতেও চলছে আন্তঃ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। নর্থ বিলোনিয়া মাঠে সকালে ম্যাচ শুরুতে টস জিতে বরপাথারী স্কুল দল প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিং এর সুবিধা পেয়ে জয়পুর স্কুল নির্ধারিত কুড়ি ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রারম্ভিক ব্যাটসম্যানরা ভালো ব্যাট করতে পারেনি তবে শুভম রায়ের ৩৫ রান, কৌশিক নম্বর ১৮ রান ও তপন ঘোষের ১৭ রান উল্লেখযোগ্য। বরপাথারীর অনীক দাস ও নয়ন ভৌমিক তিনটি করে এবং অঙ্কন বিশ্বাস ২টি উইকেট পেয়েছে। এছাড়া, একটি উইকেট পেয়েছে নয়ন দাস। যেভাবে ব্যাট করতে নেমে বরপোচারি স্কুল দল নির্ধারিত করি ওভারের শেষ বল পর্যন্ত খেলে 6 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়। দলের পক্ষে জয় মজুমদার সর্বাধিক ৪৭ রান সংগ্রহ করে দলকে জয়ের লক্ষ্যে অনেকটা এগিয়ে দেয়। তবে নয়ন দাস অপরাজিত ভূমিকায় ব্যক্তিগত ১৭ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেয়। জয়পুর স্কুলের কৌশিক নমঃ, প্রশান্ত দে, রাহুল সূত্রধর ও ঈশান দেবনাথ প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে।
বিদ্যাপীঠ মাঠে অনুষ্ঠিত অপর খেলায় সোনাপুর স্কুল এক রানের ব্যবধানের রোমাঞ্চকর জয় পেয়েছে। হারিয়েছে বিদ্যাপীঠ স্কুল দলকে। টস জিতে সোনাপুর স্কুল দল প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে নির্ধারিত কুড়ি ওভারে আট উইকেটে ৯২ রান সংগ্রহ করে। পাল্টা ব্যাট করতে নেমে বিদ্যাপীঠ স্কুল দল ১৬.২ ওভার খেলে ৯১ রানে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য হয়। সোনাপুর স্কুলের অঙ্কিত শীল শর্মা ১৫ রানে চারটি উইকেট পায়।