নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ: পশ্চিম ত্রিপুরা জেলাশাসক কার্যালয়ের উদ্যোগে আসন্ন লোকসভার নির্বাচনে নিয়োজিত মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় শনিবার আগরতলা টাউন হলে। এদিনের এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন জেনারেল অবজারভার বিবেক এল ভিমানসর সহ অন্যান্য শীর্ষ আধিকারিকরা।
প্রশিক্ষণ শিবিরে নির্বাচন সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন জেনারেল অবজারভার বিবেক এল ভিমানসর। তিনি বলেন, নির্বাচনে মাইক্রো অবজারভারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি পোলিং স্টেশন গুরুত্বপূর্ণ। কোন কোন সময় বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে গাইডলাইন অনুযায়ী দায়িত্ব সহকারে নিজেদের দায়িত্ব পরিচালনা করতে হবে। এদিনের এই প্রশিক্ষণ শিবিরে নির্বাচন সম্পর্কে মাইক্রো অবজারভারদের সব দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে।