নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মার্চ: আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছে। ১৫ টি পদের প্রার্থী নির্বাচনের জন্য অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। ইতিমধ্যেই ১৬ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
যার মধ্যে ১০টি মেম্বার পদের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১১জন। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির ২টি পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ২জন। ভাইস প্রেসিডেন্টের ১ টি পদের জন্য মনোনয়নপত্র জমা পড়েছে ১টি। সেক্রেটারির একটি পদের জন্য মনোনয়ন পত্র জমা পড়েছে ১টি। প্রেসিডেন্টের একটি পদের জন্য মনোনয়নপত্র জমা পড়েছে ১টি।
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৪ ই মার্চ। স্কুটিনি হবে ১৬ ই মার্চ। মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন হল ২০ মার্চ। ত্রিপুরা বার এসোসিয়েশনের এবারের নির্বাচনে সর্বমোট ভোটার সংখ্যা ৫০০।
নির্বাচনের রিটার্নিং অফিসার হলেন বরিষ্ঠ আইনজীবী সন্দীপ দত্ত চৌধুরী। তিনি জানিয়েছেন প্রতিবছর ভোটারের সংখ্যা নিরিখে দুজন সহকারী রিটার্নিং অফিসার থাকেন। তবে এবছর তিনজন সহকারী রিটার্নিং অফিসার থাকবেন নির্বাচনে।
এদিকে বিজেপি দল আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সূত্রের খবর অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বাম ও কংগ্রেস প্যানেল মনোনয়নপত্র জমা দেবেন। বারের ভোটে বামগ্রেসের মিতালী দেখা যাবে বলে জোর চর্চা শুরু হয়েছে সংশ্লিষ্ট মহলে।