চাম্পামুড়া: ৩৩৪/৮(৯০)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি।। অধিনায়ক অর্কজিৎ সাহার দুর্দান্ত শতরান। সঙ্গে মৈনাক সাহার ৮৫ রান। চাম্পামুড়ার পাহাড় প্রমাণ স্কোর। ক্রিকেট অনুরাগীর ব্যাটার্সদের, সামনে বড়সড় টার্গেট নিয়ে একটু ধৈর্য ধরে খেলতে হবে। তা ঠিক, তবে এতটুকু সহজ নয় বিষয়টা। ৯০ ওভারের মধ্যে ক্রিকেট অনুরাগীকে ইনিংস গুটিয়ে নিতে বাধ্য করানোটাও চাম্পামুড়া কোচিং সেন্টারের বোলারদের লক্ষ্য। টিসিএ আয়োজিত সদর অনূর্ধ্ব ১৫ ক্রিকেট টুর্নামেন্টের সুপার লিগের খেলায় চাম্পামুরা কোচিং সেন্টার ও ক্রিকেট অনুরাগীর ম্যাচ চলছে নরসিংগড় পঞ্চায়েত গ্রাউন্ডে। সকালে ম্যাচ শুরুতে টস জিতে চাম্পামুড়া কোচিং সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। দিনভর পুরো ৯০ ওভার খেলে আট উইকেট হারিয়ে ৩৩৪ রান সংগ্রহ করে। অর্কজিৎ ১৪১ বল খেলে ১৬ টি বাউন্ডারি হাঁকিয়ে ১০০ রান পায়। মৈনাক ১৬৮ বল খেলে ১৫ টি বাউন্ডারি মেরে ৮৫ রান সংগ্রহ করেছে। কৃশ ভৌমিকের অপরাজিত ২৭ রান ও সন্দীপন দাসের ২৭ রানও কিছুটা উল্লেখ করার মতো। ক্রিকেট অনুরাগীর শাহিন জামান চৌধুরী ৪৭ রানে পাঁচটি এবং দ্বিগবিজয় দেববর্মা একটি করে উইকেট পেয়েছে। আগামীকাল ম্যাচের অন্তিম দিনে দেখা যাবে ক্রিকেট অনুরাগীর ব্যাটার্সদের চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল।