নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি : সোমবার মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্যস্তরে নেতাজি সুভাষচন্দ্র বসুর শুভ জন্মতিথিকে সামনে রেখে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করে নেতাজি চেতনা মঞ্চ, ত্রিপুরা শাখা। সহযোগিতায় ছিল ম্যানকাইন্ড এয়ারন্যাস প্ল্যাটফর্ম, যোগেন্দ্রনগর, আগরতলা।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতা থেকে আগত ডঃ জয়ন্ত চৌধুরী, নেতাজী গবেষক, শিক্ষাবিদ, সমাজসেবী এবং কলকাতা থেকে আগত সাপ্তাহিকভাবে প্রকাশিত “আলিপুর বার্তা” পত্রিকার সম্পাদক এবং সুদূর পুরুলিয়া থেকে আগত রাজশেখর চক্রবর্তী, নেতাজী চক্ষু হাসপাতাল।
অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্য রেখেছেন নিতাই চন্দ্র দাস, নেতাজি চেতনা মঞ্চ, ত্রিপুরা শাখা। এছাড়াও রাজ্যের বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ইগনো- এর রিজিওন্যাল ডাইরেক্টর বিশ্বজিৎ ভৌমিক, প্রিন্সিপ্যাল কর্ডইনেটর অনুরুদ্ধ মাহাত, রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী ভক্তি প্রভানন্দ।
অনুষ্ঠানটিতে নেতাজীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মঞ্চের বিশিষ্ট ব্যক্তিরা। প্রায় ২ শতাধিক শ্রোতার উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানটি।