আগরতলা, ৩০ জানুয়ারি : অস্ট্রেলিয়া থেকে অটো রিক্সা নিয়ে ত্রিপুরায় পৌঁছলেন অস্ট্রেলিয়ার পর্যটক। গত ৩ দিন গন্ডাছড়া মহকুমা নারকেল কুঞ্জ সহ বিভিন্ন স্থান ঘুরে দেখলেন তিনি।
অস্ট্রেলিয়ার পর্যটক এলেক্স জানিয়েছেন, গত ৩ মাস আগে ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে দেখার জন্য বের হয়ে ছিলেন। ভারতের বিভিন্ন রাজ্য ঘুরে দেখার পর উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি দেখার জন্য এসেছেন। রাজ্যের বিভিন্ন স্থান এবং পর্যটন কেন্দ্র গুলি পরিদর্শনের পর শনিবার ধলাই জেলার গন্ডাছড়ায় পৌঁছলেন তিনি। পরিদর্শন শেষে গন্ডাছড়ার বাজার ব্যবসায়ীদের সাথে কথা বার্তা বলেন। গন্ডাছড়ার স্থানীয় মানুষ তাঁর কথা শুনে অবাক হয়ে গিয়েছেন।