ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি।। প্রীতি ক্রিকেটে জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের জয় অব্যাহত। সম্প্রীতির মেলবন্ধন আরও দৃঢ় করার উপলক্ষে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে সাংবাদিক ক্রিকেটারদের দল জেআরসি ১৮ রানের ব্যবধানে দুর্দান্ত জয় পেয়েছে। আজ, রবিবার ছুটির দিনের দুপুরে এই ম্যাচের আয়োজক ছিল আই.এল.এস হসপিটাল। এমবিবি কলেজ গ্রাউন্ডে আয়োজিত প্রীতি ক্রিকেট ম্যাচে জয় পেয়েছে সাংবাদিক ক্রিকেটারদের দল জেআরসি। উল্লেখ্য, বরাবরের মতো এবারও আইএলএস হসপিটাল ক্রিকেট টিমকে হারিয়ে দিলো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব। ম্যাচের শুরুতে জাতীয় সংগীত, খেলোয়ারদের সঙ্গে পরিচিতি এবং জেআরসি-র সম্পাদক অভিষেক দে-র সংক্ষিপ্ত স্বাগত বক্তব্যের পর বরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক দুলাল চক্রবর্তীর সদ্য প্রয়াত মাতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতাও পালন করা হয়। টসে জয়লাভ করে আই এল এস হসপিটাল ক্রিকেট দল প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। সুযোগটাকে কাজে লাগিয়ে আগরতলার সাংবাদিক ক্রিকেটারদের দল জেআরসি নির্ধারিত ১৬ ওভারে ৮ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৬৮ রান। এর মধ্যে জেআরসির পক্ষে বাপন দাস উলেখযোগ্য মেজাজে ৪৩ রান সংগ্রহ করে। এছাড়া, বিশ্বজিৎ দেবনাথ এর ৩৮ রান, প্রসেনজিৎ সাহার ২৪ রান, অরূপ সিংহ রায়ের ১৬ রান এবং অভিষেক দেববর্মার ১৯ রান যথেষ্ট উল্লেখযোগ্য। আইএলএস হসপিটাল ক্রিকেট টিমের বোলার মনোজ, অনিরুদ্ধ, শান্তি, জয়দেব ও অমরজিৎ প্রত্যেকেই উইকেট পেয়েছেন। জয়ের জন্য আইএলএস টিমের সামনে টার্গেট দাঁড়ায় ১৬৯ রানের। যাকে তাঁড়া করতে নেমে শেষ পর্যন্ত মনোজ কুমার দেবনাথ এর নেতৃত্বাধীন আইএল এস ক্রিকেট টিম শেষ বল পর্যন্ত খেলে সব কটি উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করতে সক্ষম হয়। আইএল এস ক্রিকেট টিমের পক্ষে গোবিন্দ-র ৩২ রান, অমরজিতের ৩১ রান এবং জয়দেবের ২৪ রান ও মনোজ কুমার দেবনাথের ১৯ রান উল্লেখ করার মতো। বলে জেআরসি-র পক্ষে জাকির হোসেন চারটি, অরুপ সিংহরায় দুইটি, এছাড়া, অভিষেক দে প্রসেনজিৎ সাহা, দিব্যেন্দু দে ও বিশ্বজিৎ দেবনাথ একটি করে উইকেট পেয়েছে। ম্যাচের পর হলো পুরস্কার বিতরণী অনুষ্ঠান। যুগ্মভাবে ম্যাচের সেরা ক্রিকেটার হন জেআরসি-র জাকির হোসেন ও বিশ্বজিৎ দেবনাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত কলেজটিলা পুলিশ আউট পোষ্টের অফিসার ইনচার্জ শ্যামল দেবনাথ, আইএলএস হসপিটালের এর বিজনেস মুখ্য আধিকারিক মনোজ কুমার দেবনাথ, জেআরসির সভাপতি তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ, সচিব অভিষেক দে প্রমূখ বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন। দারুন এক পরিবেশের মধ্য দিয়ে দিনটি অতি বাহিত করলো দুটি ভিন্ন পেশার ব্যস্ততম ব্যক্তিবর্গ। আখেরে কিন্তু জয় হলো ক্রিকেটের। আরও দৃঢ় হলো আই এল এস হসপিটাল এবং সাংবাদিক জগতের লোকদের মেলবন্ধন। জেআরসির পক্ষে সচিব অভিষেক দে এবং আইএলএস হসপিটাল এর পক্ষে মনোজ কুমার দেবনাথ দুজনেই সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনেও এই প্রীতি ম্যাচের আয়োজন জারি থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।