কলকাতা, ২৭ জানুয়ারি, (হি.স.): বাংলা সিনেমার স্বর্ণযুগের অভিনেত্রী শ্রীলা মজুমদার প্রয়াত। দীর্ঘ দুই-তিন বছর ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন অভিনেত্রী। অবশেষে সব লড়াইয়ের অবসান ঘটল। শনিবার না ফেরার দেশে চলে গেলেন বাংলার কিংবদন্তী অভিনেত্রী শ্রীলা মজুমদার।
বাংলা থেকে শুরু করে হিন্দি অভিনয় দুনিয়ার বিভিন্ন নামিদামি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন তিনি। শ্রীলা মজুমদারের অকাল প্রয়াণের খবর নিশ্চিত করেছেন অভিনেত্রীর স্বামী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। আকস্মিক এই খবরে শোকের ছায়া সিনেজগতে। আজই কেওড়াতলা মহাশ্মশানে শ্রীলা মজুমদারের শেষকৃত্য সম্পন্ন হবে।
বাংলার পাশাপাশি হিন্দি ছবিতেও নিজের অভিনয় প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি।১৯৭৯ সালে মৃণাল সেন পরিচালিত ছবি ‘পরশুরাম’-এ অভিনয় করে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। তবে তাঁর প্রথম মুক্তি পাওয়া ছবি ‘একদিন প্রতিদিন’। মৃণাল সেনের মোট ছ’টি ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
শ্যাম বেনেগালের ছবি ‘মাণ্ডি’-তে শ্রীলা অভিনয় করেছিলেন ওম পুরীর সঙ্গে। ফুলমণির চরিত্রে তাঁর অভিনয় দাগ কেটে গিয়েছিল দর্শকদের মনে। তারপর শ্যাম বেনেগালের আরও একটি ছবি ‘আরোহন’-এ আবার ওম পুরীর সঙ্গে অভিনয় করেন শ্রীলা মজুমদার। মৃণাল সেনের ছবি খারিজ-এ তিনি সৃজার ভূমিকায় অভিনয় করেন। মৃণাল সেনের শতবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে তৈরি কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি পালান-এও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তাঁর প্রয়াণ বাংলা সিনেমার এক উজ্জ্বল নক্ষত্রপতন।