ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ জানুয়ারি।। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের নির্বাচন আসন্ন। ইতোমধ্যেই নির্ঘণ্ট ঘোষণা করা হবে। নির্বাচন আধিকারিক মনোনীত হওয়ার পর্ব সম্পন্ন। টিসিএ-র নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করার মূল দায়িত্ব পেয়েছেন প্রাক্তন আধিকারিক কিশোর আম্বুলি। প্রতিবেদনের শুরুতে নির্বাচনী প্রেক্ষাপট তুলে দেওয়ার একটা বিশেষ কারণ রয়েছে। রাজ্যের ক্রিকেট আঙিনায় সত্যিকার অর্থে এর আগে এমন সাফল্যের ভাগীদার কেউ হতে পারেননি। একটানা ছয় ম্যাচে জয়ী হয়ে জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেটে গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়ে সরাসরি মূল পর্বে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে খেলার ছাড়পত্র অর্জন। দ্বিতীয়তঃ ২০১৯-২০ ক্রিকেট মরশুমে জাতীয় প্রথম শ্রেণীর ক্রিকেট রঞ্জি ট্রফি আসরে বর্ষসেরা অলরাউন্ডার তথা লালা অমরনাথ ট্রফি বিজয়ের গৌরব অর্জন করেছে মনিশংকর মুড়াসিং। পুরো মহিলা ক্রিকেট টিম এবং মনিশংকর মুড়াসিং, প্রত্যেককেই আজ, বৃহস্পতিবার বেলা একটা ৪৬ মিনিটে এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউজে উষ্ণ সংবর্ধনা জানানো হয়েছে। বেলা একটায় অনুষ্ঠান শুরুর ঘোষণা দিয়েও পরিবেশ পরিস্থিতির কারণেই হয়তো প্রায় পৌনে এক ঘন্টা কাল অপেক্ষা করতে হয়েছে। পুষ্প স্তবক এবং উত্তরীয়-তে সংবর্ধিত করার পর বলা হয়েছে নির্বাচনী বিধি লঙ্ঘিত হওয়ার আশঙ্কায় কোনও রকম “কাইন্ডস এবং কারেন্সি” পুরস্কার স্বরূপ দেওয়া সম্ভব হয়নি। নির্বাচনী নির্ঘণ্ট ঘোষিত না হলেও ঠিক এই মুহূর্তে টিসিএ পরিচালিত হচ্ছে উচ্চ আদালত কর্তৃক নিযুক্ত প্রাপ্ত কমিটি অফ এডমিনিস্ট্রেটর দ্বারা। স্বাভাবিক কারণে টিসিএ-র সেই এপেক্স কাউন্সিল, পরে ৫ সদস্য বিশিষ্ট কোর কমিটি, তারও পরে ৩ সদস্যক কার্যত পরিচালকমন্ডলী, কোনও কিছুই আজ প্রকট ছিল না। মেম্বার অফ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তপন লোধ এবং বাসুদেব চক্রবর্তীর পাশাপাশি বিশিষ্ট ক্রিকেটার মনিশংকর মুড়াসিং এবং ত্রিপুরা মহিলা ক্রিকেট দলের ক্যাপ্টেন অন্নপূর্ণা দাস মঞ্চে আসীন ছিলেন। ক্রিকেটাররা আপ্লুত কণ্ঠে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের পাশাপাশি রাজ্যের সমস্ত ক্রীড়া প্রেমীদের আশীর্বাদ, শুভেচ্ছা এবং সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রশাসক মন্ডলীর পক্ষ থেকে এই সংবর্ধনা ও সাফল্য উদযাপনে নিজেরা গৌরবান্বিত বলে উল্লেখ করেছেন। পাশাপাশি টিসিএ এ বিষয়ে যথেষ্ট উদ্দীপিত বলেও ব্যক্ত করেছেন। নির্বাচনী সময়কাল পেরিয়ে যাবার পর সাধারণ ক্রিকেট মহল নিশ্চয়ই সাফল্য অর্জনকারী মহিলা ক্রিকেট দল এবং ব্যক্তিগত মনিশংকর মুড়াসিং কে বিশেষ দৃষ্টিতে শুভেচ্ছা ও সংবর্ধনা জ্ঞাপন করবে বলে অনুমেয়।