কলকাতা, ২৪ জানুয়ারি (হি.স.) : পাখির চোখ চব্বিশের ভোট। ফের বঙ্গ সফরে আসছেন অমিত শাহ। ২৯ তারিখ মেচেদায় সভা করবেন তিনি। সেদিনই দুপুরে সাইন্স সিটিতে দলীয় সভা করবেন তিনি। এরপর হোটেলে বৈঠক করবেন রাজ্য নেতাদের সঙ্গে। ২৯ জানুয়ারি রাতেই দিল্লি ফিরে যাওয়ার কথা অমিত শাহর।
প্রসঙ্গত, রাম মন্দির উদ্বোধনের পর এবার জোর কদমে লোকসভা ভোটের প্রচারে নেমে পড়তে চাইছে বিজেপি। সেই সূত্রেই শুরুতেই অমিত শাহের মতো শীর্ষ নেতাকে প্রচারে এনে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির। শেষ ধর্মতলায় যে সভা করেছিলেন অমিত শাহ, সেখানে দুর্নীতি নিয়ে শাহি বাক্যবাণে বিদ্ধ হয়েছিল তৃণমূল নেতৃত্ব। নতুন করে তাঁর বাংলায় আসা মানে কি লোকসভার জন্য রাজ্য নেতৃত্বকে ‘টার্গেট সেট’ করে দেওয়া? উঠছে প্রশ্ন।
আগেই বঙ্গ শহরে এসে ৩৫ টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ। লক্ষ্যমাত্রা পূরণে প্রয়োজনীয় নির্দেশও দিয়েছেন তিনি। এবার লোকসভা ভোটের প্রচারের ময়দানে প্রথমবার পূর্ব মেদিনীপুর জেলা দিয়ে সভা করে সফর শুরু করতে চলেছেন অমিত শাহ।
বিজেপি সূত্রের খবর, শুধুমাত্র পূর্ব মেদিনীপুর নয়, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের একাধিক জেলায় পর্যায়ক্রমে সভা করবেন অমিত শাহ। অমিত শাহর বঙ্গ সফরসূচি চূড়ান্ত হতেই জোর তৎপরতা শুরু হয়েছে রাজ্য বিজেপি শিবিরে। পূর্ব মেদিনীপুরের কাঁথি এবং তমলুক এই দুটি লোকসভা কেন্দ্রের সাংসদ যথাক্রমে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী ও ভাই দিব্যেন্দু অধিকারী।
যদিও তৃণমূলের টিকিটে গত লোকসভা ভোটে শিশির অধিকারী কিম্বা দিব্যেন্দু অধিকারী জিতলেও শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে এখন আর তাদের কোনও সম্পর্ক নেই। পূর্ব মেদিনীপুরের সেই তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত মেচেদায় অমিত শাহর চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রথমবার সভা করা যথেষ্টই রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল