আগরতলা, ২৩ জানুয়ারিঃবিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত কার্পুরী ঠাকুর ভারতরত্ন সম্মান পাচ্ছেন। রাষ্ট্রপতি ভবনের থেকে প্রদত্ত তথ্যে এই খবর জানানো হয়েছে। উল্লেখ্য বুধবারই জন্মদিবস, ১০০ বছর পূর্তি হচ্ছে শ্রী ঠাকুরের। তার আগেই তাঁকে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার প্রদান করার কথা ঘোষণা করা হয়েছে।
সরকারের তরফে প্রদত্ত এই তথ্যে বলা হয়েছে যে, ভারত সরকার এই ঘোষণা করতে পেরে গর্বিত যে এই মর্যাদাপূর্ণ সম্মান তাঁকে প্রদান করা হচ্ছে। তিনি ভারতীয় রাজনীতিতে সামাজিক ন্যায়বিচারের একজন অকুতোভয় এবং অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব ছিলেন।
তিনি ‘জন নায়ক’ হিসাবে স্নেহের সাথে পরিচিত ছিলেন। তাঁর ব্যক্তিগত আচরণ ছিল সরলতাপূর্ণ এবং অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। ভারতীয় রাজনীতিতে অবদান চিরস্মরণীয়।
এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি সমাজের সুবিধাবঞ্চিত অংশের মানুষের উন্নতির জন্য শ্রী কর্পুরী ঠাকুরের আজীবন উত্সর্গ এবং সামাজিক ন্যায়বিচারের জন্য তাঁর নিরলস লড়াইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন।
উল্লেখ্য কার্পুরী ঠাকুর ১৯২৪ সালের ২৪ জানুয়ারি জন্মগ্রহন করেছিলেন। তিনি বিহারের ১১তম মুখ্যমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পালন করেছেন। দুই মেয়াদে তিনি তাঁর দায়িত্ব পালন করেছেন। প্রথমে ডিসেম্বর ১৯৭০ থেকে জুন ১৯৭১ এবং তারপর জুন ১৯৭৭ থেকে এপ্রিল ১৯৭৯ পর্যন্ত। ১৯৮৮ সালের ১৭ ফেব্রুয়ারি তিনি প্রয়াত হয়েছেন।