ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি।। ঘন কুয়াশা এবং মন্দ আলো যেনও পেছন ছাড়ছে না ত্রিপুরা। ঘরের মাঠে তামিলনাড়ুর বিরুদ্ধে মন্দ আলোর জন্য কার্যত খেলা হয়নি। ৪ দিনের ম্যাচে হয়েছিলো মাত্র ৫১ ওভার। এবার পাঞ্জাবেও একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। রণজি ট্রফি ক্রিকেটে। শুক্রবার ম্যাচের প্রথম দিন এক ওভারও খেলা হয়নি। ওই রাজ্যে আই এস বৃন্দা স্টেডিয়ামে এদিনও টসও করা সম্ভব হয়নি। ফলে পাঞ্জাব ম্যাচের গতি প্রকৃতি শেষ পর্যন্ত কোন্ দিকে যাবে তা সময়ই বলবে। গোয়ার বিরুদ্ধে মরশুমের প্রথম ম্যাচে জয় পাওয়ার পর ত্রিপুরার লক্ষ্য ছিলো অনেকদূর এগিয়ে যাওয়া। মন্দ আলোর জন্য তামিলনাড়ু ম্যাচ কার্যত ভেস্তে যাওয়ায় ওই স্বপ্নে কিছুটা ব্যাঘাত ঘটে। এবার আবার পাঞ্জাব ম্যাচ। তবে ত্রিপুরার শিবির আশা করছে দ্বিতীয় দিনে সব সমস্যা কাটিয়ে খেলা হবেই।