BRAKING NEWS

উদয়পুরের ফ্লাওয়ার্স ক্লাবে মনোমোহন ও কমলা দাস স্মৃতি প্রাইজমানি ভলিবল সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ জানুয়ারি।।  ৬ষ্ঠ বর্ষ মনোমোহন দাস এবং প্রথম বর্ষ কমলা দাস ওপেন প্রাইজমানি নক আউট ভলিবল প্রতিযোগিতায় এ বছর পুরুষ বিভাগে ২০ টি দল এবং মহিলা বিভাগে ১০ টি দল বিভিন্ন স্থান থেকে এমনকি আসাম রাজ‍্য থেকে পুরুষ এবং মহিলা বিভাগে ২ টি দল প্রতিযোগিতায় নামে । এর মধ্যে মহিলা দলটি ফাইনালে  খেলে অপর ফাইনালিস্ট দল বেলাবর ভলিবল পি সির  সঙ্গে যা আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ।যাতে চ‍্যামপিয়ন হয়  বেলাবর এবং রানার্স হয় আসাম উইমেন ভলিবল ক্লাব। পুরুষ বিভাগের ফাইনাল খেলাও হয়  রাতে । পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে বিশালগড় বি দল এবং রানার্স আপ হয়েছে বিশালগড় এ দল। এবারের  প্রতিযোগিতায় প্রাইজমানি হিসাবে দেওয়া হয়  পুরুষ বিভাগের বিজয়ী দলকে ৩১ হাজার টাকা এবং সুদৃশ্য কাপ । বিজিত দলকে ২১ হাজার টাকা এবং সুদৃশ্য কাপ । মহিলা বিভাগে বিজয়ী দলকে  ১২ হাজার টাকা এবং কাপ । বিজিত দলকে  ৭ হাজার টাকা এবং কাপ । তাছাড়াও  মহিলা এবং পুরুষ বিভাগের বেষ্ট খেলোয়াড়দের  ৩০০০ এবং ২০০০ টাকার প্রাইজমানি দেওয়া হয় । এছাড়া রাইজিং দুই জন খেলোয়াড়কেও পুরুস্কার দেওয়া হয় তাদের সাফল্যর জন্য  । এরা হল অনুপ্রমা দাস এবং আকাঙ্ক্ষা ঘোষ। এছাড়া, কমল সাহা, ফ্লাওয়ার্স ক্লাবের সচিব এবং প্রাক্তন ভলিবল খেলোয়াড়দেরও সংবর্ধনা জানানো হয়েছে। এই জাকজমক পূর্ণ টুর্নামেন্টে  প্রতিদিন অসংখ্য দর্শক খেলা দেখতে হাজির থেকে খেলা উপভোগ করেন । উদয়পুরের    ফ্লাওয়ার্স ক্লাব এর জন্য কৃতিত্বের দাবি রাখে । খেলা শেষে মাঠেই এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। ফ্লাওয়ার্স ক্লাবের পাশাপাশি পৃষ্ঠপোষক ভবতোষ দাসও সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *